কলকাতা, ৮ মে: আগামী বুধবার, ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। দক্ষিণ ভারতে একমাত্র বিজেপি শাসিত রাজ্য হল কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যে ভোটের ঠিক আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের গলায় 'নো ভোট ফর বিজেপি'-র আবেদন। কর্ণাটকের ভোটারদের কাছে হাত জড়ো করে মমতার আবেদন, কিছুতেই বিজেপিকে ভোট দেবেন না। কারণ ওরা খুব বিপজ্জনক। তবে কর্ণাটকে বিজেপির প্রধান বিরোধী কংগ্রেস ও আঞ্চলিক দল জেডিএস-কে সরাসরি ভোট দেওয়ার কথা বলেননি তৃণমূল সুপ্রিমো।
সম্প্রতি কালিঘাটে মমতার বাড়িতে এসে দেখা করে যান জেডি (এস) প্রধান এম কুমারস্বামী। শোনা যাচ্ছিল, জেডি (এস)-এর হয়ে প্রচারে মমতা কর্ণাটকে যাবেন। কিন্তু রাজ্যের কাজে ব্যস্ত থাকায় কর্ণাটকে যাননি দিদি। কর্ণাটক নির্বাচন দেশের বিরোধীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপি হারলে দেশের বিরোধী দলগুলির কাছে ২০২৪ লোকসভার আগে অক্সিজেন মিলবে। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল। এর আগে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সরাসরি সমাজবাদী পার্টির হয়ে প্রচার করেছিলেন মমতা। আরও পড়ুন-নবান্নে ফোনে যোগাযোগ করা বাংলার ১৮ জন পড়ুয়াকে মণিপুর থেকে আনা হল রাজ্যে
দেখুন টুইট
My only appeal to brothers and sisters in Karnataka is that please vote for stability & development. I appeal that please don’t vote for BJP. They are dangerous: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/5gshqeJPkF
— ANI (@ANI) May 8, 2023
এদিকে, সম্প্রতি মুক্তি পাওয়া 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story) সিনেমাটিকে নিয়েও মন্তব্য করলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বললেন, " কেরালা ফাইলস কি! শুধুই সত্যিকে বিকৃত করা। এবার শুনছি ওরা এখন বেঙ্গল ফাইলস নাম দিয়ে সিনেমা বানাচ্ছে। প্রথমে ওরা কাশ্মীরকে অপমান করে সিনেমা বানিয়েছিল। এখন করা হল কেরালাকে নিয়ে। এবার পশ্চিম বাঙলাকে নিয়ে করা হবে।"
দেখুন ভিডিয়ো
#Watch: #MamataBanerjee speaks out on #KeralaStory. Says, “What is this Kerala files? I am not supporting CPIM, they are working with BJP. Instead of me, it was their duty to criticise the film. I want to tell Kerala CM that your party is working with BJP & that same party is… pic.twitter.com/uOpsM8RqJw
— Pooja Mehta (@pooja_news) May 8, 2023
পাশাপাশি সিনেমাটিকে নিয়ে মমতা বলেন, 'কেরালা স্টোরি' নিয়ে সিপিএমকে সমর্থন করছি না। কিন্তু ওরা তো বিজেপির হয়ে কাজ করছে। আমার বদলে ওদের উচিত সিনেমাটির বিরুদ্ধে সোচ্চার হওয়া। কেরলের মুখ্যমন্ত্রীকে বলব, আপনার পার্টি বিজেপির পক্ষে কাজ করছে। আর ওই একই দল এদিকে কেরালা ফাইলাস দেখাচ্ছে। এসব সিনেমা আসলে সত্যিকে বিকৃত করতে তৈরি করা হয়েছে "।