Babul Supriyo: রাজনীতি ছাড়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল, তৃণমূলে যোগ দিয়ে বললেন বাবুল সুপ্রিয়
Babul Supriyo (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ১৮ সেপ্টেম্বর: শনিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ তৃমণূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee) হাত ধরে জোড়াফুল শিবিরে যোগ দেন বাবুল৷

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বাবুল (Babul Supriyo) বলেন, রাজনীতি ছেড়েছিলেন একেবারে মন থেকে৷ কিন্তু রাজনীতি ছাড়া তাঁর উচিত হয়নি বলে বার বার বলতে শুরু করেন তাঁর বহু শুভাকাঙ্খী৷ মনের কথা শুনে তাঁর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে তাঁকে জানান বন্ধুরা৷ ফলে তিনি সিদ্ধান্ত বদল করেন৷ এবার তৃণমূলে যোগদানের পর তাঁর কাধে বহু দায়িত্ব বলেও মন্তব্য করেন বাবুল৷

আরও পড়ুন: Rakhi Sawant: 'সিধু পাঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত', আপ নেতাকে একহাত অভিনেত্রীর

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূল কংগ্রেসে যোগদানের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপির (BJP) বহু নেতা তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্বের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছেন৷ বিজেপিতে গিয়ে তাঁরা খুশি নন৷ সেই কারণেই বার বার তৃণমূলের সঙ্গে বিজেপি নেতারা যোগাযোগ করছেন বলে মন্তব্য করেন কুণাল ঘোষ৷ পাশাপাশি শনিবার একজন যোগ দিলেন (বাবুল সুপ্রিয়), আগামীকাল আরও একজন যোগ দেবেন বলে দাবি করেন কুণাল৷

পাশাপাশি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের এই প্রক্রিয়া এবার চলবে৷ শুধু অপেক্ষা করুন বলেও আজ মন্তব্য করতে শোনা যায় কুণাল ঘোষকে৷