Murshidabad Violence (Photo Credits: ANI)

Internet Shutdown in Murshidabad: সদ্য পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে অল্পবিস্তর প্রতিবাদ হলেও এই আইন ঘিরে জ্বলছে বাংলার মুর্শিদাবাদ। জেলার পরিস্থিতি এত তেতে ওঠে যে হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ শান্ত করতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। জেলা জুড়ে ছড়িয়ে পড়া অশান্তি, হিংসার জেরে এবার মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তাই কোনরকম গুজব যাতে না ছড়ায় তার জন্যে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সপ্তাহব্যাপী ধরে অশান্ত মুর্শিদাবাদ ধীরে ধীরে নিজের স্বাভাবিক ছন্দে ফিরছে। যে সমস্ত এলাকায় (সুতি, জঙ্গিপুর, শমসেরগঞ্জ, ধুলিয়ান) সবচেয়ে বেশি তেতে উঠেছিল হাইকোর্টে নির্দেশে রবিবার সেখানে কেন্দ্রীয় বাহিনী মতায়েনের পর নতুন করে আর কোন অশান্তির খবর পাওয়া যায়নি সেখান থেকে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে সর্বত্র। অযাচিত জমায়েত এড়াতে মুর্শিদাবাদে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (ভারতীয় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার সমতুল) জারি রয়েছে। বেআইনি জমায়েতের অভিযোগে ইতিমধ্যেই কয়রকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অশান্তির সূত্রপাত গত মঙ্গলবার, ৮ এপ্রিল থেকে। জঙ্গিপুরে ভাঙচুর করা হয় বিডও অফিস। এরপরেই সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জের পরিস্থিতি ক্রমে বিশৃঙ্খল হতে শুরু করে। চলে লুটপাট, ভাঙচুর হয় ঘরবাড়ি-দোকানপাট। জেলায় কয়েকজনের প্রাণ গিয়েছে বলেই বিভিন্ন সূত্র মারফত খবর।