বছর গড়ালেই রাজ্যে নির্বাচন। এদিকে আবার রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। যা নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের (Murshidabad) মতো জেলাগুলিতে বিএলও-রা আতঙ্কেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। এই অবস্থায় মুর্শিদাবাদের ডোমকলে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হল একাধিক তাজা বোমা। গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৫০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে গ্রেফতার হয়েছে ৪ দুষ্কৃতী। ধৃত সকলেই বোমা বাঁধতে গিয়ে ধরা পড়েছে বলে দাবি পুলিশের।

গ্রেফতার ৪ অভিযুক্ত

পুলিশের অনুমান, সামনেই নির্বাচন। এসআইআর নিয়ে অনেক জায়গাতেই আতঙ্ক ছড়়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই সন্ত্রাস ছড়ানোর জন্য এই বোমা ব্যবহার করা হচ্ছিল। তবে পুলিশ এবার বোমা হামলা রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে। এমনটাই সম্প্রতি জানিয়েছেন পুলিশ সুপার সানি রাজ। ইতিমধ্যেই চার অভিযুক্তকে বুধবারই আদালতে পেশ করা হয়েছে। তাঁরা যাতে নির্বাচনের আগে জামিন না পায়, সেটার চেষ্টা করছে মুর্শিদাবাদ পুলিশ।

কড়া হুঁশিয়ারি পুলিশ সুপারের

পুলিশের তরফে জানানো হয়েছে, সম্প্রতি ডোমকল, রেজিনগরে তল্লাশি অভিযান চালিয়ে বোমা উদ্ধার হয়েছে। আগেও এই এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে। গত দু‘মাস ধরে এই অভিযান চালাচ্ছে পুলিশের বিশেষ বাহিনী। যারা বোমা বাঁধা কিংবা বোমা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের খুঁজে খুঁজে আটক করা হচ্ছে। অভিযুক্তরা যাতে ভোটের আগে ছাড়া না পায়, সেইজন্য কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার।