স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে কুচকাওয়াজে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৩৯ জন স্কুলছাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে এসএসকেএম ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথি ও পড়ুয়াদের পরিবারের লোকজনেরা। যদিও হাসপাতালে ভর্তির পর বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর। তবে একজনের অবস্থা একটু গুরুতর। তাঁর শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন চিকিৎসকেরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খালি পেট নিয়ে গরমের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সকলে।

হাসপাতালে মুখ্যমন্ত্রী

এদিকে খবর পেয়েই এসএসকেএম হাসপাতালে ছুটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পড়ুয়াদের সঙ্গে দেখা করে এসে বেরিয়ে তিনি বলেন, “সকালেই সকলকে খাবার দেওয়া হয়েছিল। কিন্তু প্রোগ্রামের আগে অনেকেই টেনশনে থাকে, তাই কয়েকজন না খেয়েই ছিল। ফলে অনেকে ক্ষুধার্থ ছিল, এরমধ্যে ডিহাইড্রেশনও হয়েছে। একজন অসুস্থ হয়েছে দেখে অন্যরাও অসুস্থবোধ করেন। এটা সাইকোলজিকাল ব্যাপার। এখন সবাই সুস্থ রয়েছে। আমি তাঁদের আদর করে মিষ্টি খাইয়ে এসেছি”।

দেখুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

অসুস্থ ছাত্রীকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ফতেমা শেখাওয়াত বলে একজন একটু বেশিই অসুস্থ ছিল। আমি যখন গেছিলাম তখন সে অনেকটাই অসুস্থ ছিল। আমি তাঁর কাছে ১০ মিনিটের মতো ছিলাম, মাথায় হাত বুলিয়ে দিয়ে এসেছি। এখন অনেকটাই সুস্থ রয়েছে। ভালোবেসেই অনেকে সুস্থ হয়ে যায়। তবে এখানে চিকিৎসক, নার্স সকলেই আছেন। তাঁরা নজর রেথেছে”।