Mukul Roy COVID-19 Positive: করোনায় আক্রান্ত মুকুল রায়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিধায়কের স্ত্রী
মুকুল রায় (Photo credit-ANI)

কলকাতা, ১৪ মে: করোনায় আক্রান্ত বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy COVID-19 Positive)। সংক্রমিত তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ও। সল্টলেকে নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মুকুল রায়ের তেমন কোনও শারীরিক সমস্যা নেই বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর।

দিনকয়েক ধরে অসুস্থ ছিলেন মুকুল। করোনার উপসর্গও দেখা দিচ্ছিল। স্ত্রী কৃষ্ণা ও তিনি করোনার পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তাঁরা। স্ত্রীয়ের শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়। দিন কয়েক আগেও দলের কাজ করছিলেন। আরও পড়ুন, আজই বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা

সদ্য কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিধায়ক পদে বিজয়ী হয়েছেন তিনি। তৃণমূলের কৌশানি মুখোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেন তিনি। দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের শাসক দলের বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর হাতে দায়িত্বভার তুলে দেন তিনি। যদিও চলছিল মুকুল রায়ই শাসক দলের বিরোধী নেতা ঘোষিত হবেন।