নতুন দিল্লি, ১৪ মে: আজ দেশজুড়ে ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্পের (PM Kisan Samman Nidhi Scheme) অষ্ঠম কিস্তির ২ হাজার করে টাকা ঢুকবে। অন্যদিকে অবশেষে কেন্দ্র-রাজ্যের জট কাটিয়ে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন বাংলার (West Bengal) ৭ লক্ষ কৃষক (Farmers)। সকাল ১১টায় ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারপরই অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা। আবেদন করেছিলেন ৪০ লক্ষ কৃষক।
রাজ্য সরকারের পক্ষ থেকে ৭ লক্ষেরও বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে পাঠানো হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বরের মতো যাবতীয় তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে যাচাই করে কেন্দ্রে পাঠানো হয়। এর আগে সাতটি কিস্তির অর্থ পাননি রাজ্যের কৃষকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর কেন্দ্রকে ৭ লক্ষ কৃষকের তথ্য যাচাই করে পাঠান। আরও পড়ুন, ভারতে স্পুটনিক, আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে রাশিয়ান ভ্যাকসিন
কেন্দ্রের এই প্রকল্পে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেওয়া হয়। মোট ৩ কিস্তিতে ২ হাজার করে মোট ৬ হাজার টাকা পৌঁছয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এতদিন এই প্রকল্প নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের জটে প্রকল্প থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের কৃষকেরা। রাজ্যে নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী একাধিকবার দাবি করেছিলেন এই প্রকল্প বাংলায় চালু করার ক্ষমতা। কৃষক সম্মান নিধি প্রকল্পের বকেয়া কিস্তি বাংলার কৃষকদের মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। যদিও এবারের বিধানসভায় ক্ষমতায় আসেনি বিজেপি। মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়ে ৭ লক্ষ কৃষকের ভেরিফিকেশন করিয়ে দেন।