MR Bangur: দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এমআর বাঙ্গুর
চিকিৎসকের প্রতীকী ছবি (Photo Credits: Public Domain Pics | Representational Image)

কলকাতা, ১০ অগাস্ট: একেবারে ভাঙাচোরা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বড় স্বীকৃতি পেল এম আর বাঙ্গুর (M R Bangur Hospital)। দেশের মধ্যে সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল এই হাসপাতাল। দেশজুড়ে জেলা হাসপাতালগুলির কাজ নিয়ে নীতি আয়োগের (NITI Aayog) সমীক্ষা পর এম আর বাঙ্গুরকে সেরার শিরোপা দেওয়া হল। আরও পড়ুন: সবুজ সাথী প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র

২০১৮-১৯ সালের সেই সমীক্ষায় এম আর বাঙ্গুরকে সেরা হয়েছে, এমন কথায় গতকাল, সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারকে জানিয়েছে নীতি আয়োগ।

করোনা কালে কঠিন সময়েও অনেক পরিকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও প্রশংসনীয় কাজ করে এমআর বাঙ্গুর হাসপাতাল। রোগীদের না ফিরিয়ে করোনা কালে নিজেদের পরিকল্পনায় দারুণ সফলভাবে কাজ করে এই হাসপাতাল। তবে নীতি আয়োগ করোনা মোকাবিলার জন্য নীতি আয়োগ বাঙ্গুরকে এই শিরোপা দেয়নি। বরং বিগত কয়েক বছর এই হাসপাতাল যেভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে তারই স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার।