Suvendu Adhikari (Photo Credits: ANI)

হুগলি, ১ মার্চঃ লোকসভা নির্বাচনের মুখে ১ মার্চ পশ্চিমবঙ্গে সভা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Rally in West Bengal)। হুগলির আরামবাগ (Arambagh) দিয়ে শুরু হয়েছে মোদীর বঙ্গ সফর। আগামীকাল ২ মার্চ আসবেন নদিয়ার কৃষ্ণনগরে। এরপর বারসাত এবং শিলিগুড়িতেও সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে বাংলায় নমোর (Narendra Modi) এই জনসভাকে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উলটে একে 'বিকাশ র‍্যালি' বলে সম্বোধন করলেন তিনি। বললেন, 'আজ ৭০০০ কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন এবং কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তাই আজকের জনসভা নির্বাচনী প্রচারের অংশ ছিল না।'

বিগত ১০ বছরে বাংলার প্রতি মোদী সরকারের অবদান স্মরণ করিয়ে শুভেন্দু আরও বলেন, পশ্চিমবঙ্গের জন্যে প্রধানমন্ত্রী যা কিছু করেছেন সেই রিপোর্ট কার্ড বঙ্গবাসীকে দিতেই নমো তাঁর বঙ্গ সফরের সূচনা করেছেন আরামবাগ থেকে। এরপর কৃষ্ণনগর, বারাসাত এবং শিলিগুড়িতেও জনসভা করার কথা রয়েছে তাঁর।

এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে বহু আগে থেকেই ভোটে ৪০০ আসনে জয়লাভের আত্মবিশ্বাসী বার্তা শোনা গিয়েছে মোদীর কণ্ঠে। এনডিএ (NDA) জোটের হাত ধরে বিজেপি ৪০০ লোকসভা আসনে জয়ী হয়ে তৃতীয়বার দিল্লির মসনদে বসছেন, সেই আত্মবিশ্বাসী ভবিষ্যদ্বাণী আগেই করেছেন প্রধানমন্ত্রী। এদিন বঙ্গ সফরে এসে আরামবাগের জনসভার মঞ্চ থেকে তৃণমূল সরকারকে কার্যত তুলোধোনা করেছেন মোদী। এমনকি বাংলার বিকাশের পথে বাধা হিসাবে তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি।