কলকাতা, ১৮ নভেম্বর: গুরুতর অসুস্থ হয়ে বসিরহাটের (Basirhat) তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ (MP) তথা জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি (Hospitalized) করা হয়েছে। এখন অবস্থা খানিকটা ঠিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 'দ্য ওয়াল'- এর খবর অনুযায়ী জানা গেছে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ নুসরতকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় অতিরিক্ত ওষুধ খাওয়ায় (Overdose of medicine) অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ। অবস্থা এতটাই শোচনীয় হয় যে রাতেই তাঁকে আইসিইউতে (ICU) নিয়ে যাওয়া হয়। আজ চিকিৎসকরা জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ রয়েছেন নুসরত। তবে সঙ্কট এখনও কাটেনি।
রবিবার নুসরত জাহান অসুস্থ হয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি হলেও সেই খবর কাউকে জানানো হয়নি। সোমবার সকালে সেই খবর জানাজানি হয়। সাংসদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন এটা আসলে শ্বাসকষ্টজনিত সমস্যা। হোয়াটসঅ্যাপে টিম নুসরত জাহান নামে জানানো হয়, মাঝেমধ্যেই শ্বাসকষ্টে ভোগেন নুসরত। সেটাই আবার বেড়েছে। আরও পড়ুন, ইসকনের রথের বিশেষ অতিথি হয়ে যোগদানের আগে নুসরত ইনস্টায় কী ছবি পোস্ট করলেন (দেখুন ছবিতে)
হঠাৎ করে তাঁর শারীরিক অসুস্থতা চিন্তা বাড়িয়েছে সকল অনুরাগীদের। সকলেই তাঁর শারীরিক সুস্থতার উন্নতির কামনা করছে।