কলকাতা, ৪ জুলাই: আজ ইসকনের রথযাত্রার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বসিরহাটের অভিনেত্রী-সাংসদ নুসরত জাঁহান (Nusrat Jahan)। সাংসদ হওয়ার পর বিদেশে গিয়ে বিয়ে করেছেন। সংসদে শপথ নেওয়ার পর ভাষণে মন জিতেছেন। অতি ব্যস্ততার মাঝেও নিজেকে সুন্দর রাখার কাজটা ভুলে যাননি নুসরত। গতকাল রাতে নুসরত তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে নুসরতকে দারুণ দেখাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ হিংসা ছড়ায়, অশ্লীল কমেন্ট করে। নুসরতের এই ছবিতেও তেমন কিছু কমেন্ট দেখা গিয়েছে। সম্প্রতি নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ে ঘিরে মৌলবাদী সংগঠন দারুল উলুমের বিরোধিতার পর ফতেহপুরের ইমামও এর বিরোধিতা করেন। তারপর এদিন আসে রথযাত্রায় নুসরতের প্রতি আমন্ত্রণ। আরও পড়ুন-'জয় জগন্নাথ' রবে মানুষের সুনামিতে ভেসে পুরীতে রথযাত্রার শুরু, শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
১৯৭১ সালে স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ISKCON) আয়োজিত রথযাত্রার ৪৮তম সংস্করণ এবছর। রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ইসকনের রথের উদ্বোধন হয় কলকাতায়। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গেই সেখানে উপস্থিত থাকবেন নুসরতও। সংসদে শপথগ্রহণের সময় সিঁদুর ও মঙ্গলসূত্র পরার জন্য বিতর্কে জড়ান নুসরত। তিনি জানিয়ে দেন, তিনি আসলে 'সমন্বিত ভারত'-এর প্রতিনিধি। তিনি বলেন, এই 'সমন্বিত ভারত' জাতপাত ও ধর্মের বাধার অনেক ঊর্ধ্বে। অন্য চলচ্চিত্র তারকাদের সঙ্গে নুসরত ও তাঁর স্বামী উপস্থিত থাকবেন রথযাত্রার উদ্বোধনীতে।