পুরী, ৪ জুলাই: আজ রথযাত্রা। ক মাস আগেই যে ওডিশাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল ফণী, সেই পুরীতেই জয় জগন্নাথ রবে চলছে রথের দড়িতে টান। প্রতি বছরের মত এ বছরও রেকর্ড ভক্তের সমাগম হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই বিদেশ থেকেও পর্যটকরা এসেছেন। মানুষের সুনামীতে ভেসেই রথযাত্রা। প্রথাভেঙে এই প্রথম ফুল দিয়ে সেজেছে পুরীতে গোটা মন্দির।
নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। রথের দড়ি টানাটানির হুড়োহুড়িতে যাতে মানুষের প্রাণ না যায় তার জন্য রয়েছে অতিরিক্ত সতর্কতা। রথযাত্রা উপলক্ষ্যে এসেছেন বহু শিল্পীও। নৃত্যের মাধ্যমে দেবতাকে অর্ঘ্যদানই তাঁদের একমাত্র ইচ্ছে। আরও পড়ুন- আজ রথে কেমন যাবে আজকের দিন
রথযাত্রার শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট...
Best wishes to everyone on the special occasion of the Rath Yatra.
We pray to Lord Jagannath and seek his blessings for the good health, happiness and prosperity of everyone.
Jai Jagannath. pic.twitter.com/l9v36YlUQ5
— Narendra Modi (@narendramodi) July 4, 2019
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইট
Greetings and good wishes to fellow citizens on the auspicious occasion of Rath Yatra. May the blessings of Lord Jagannath bring peace, happiness and prosperity to everyone's lives #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 4, 2019
রথযাত্রা-র জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা জানিয়েছেন। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ওডিশাবাসীকে রথের শুভেচ্ছা জানিয়েছেন।
এখন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪২৬ সনের রথযাত্রার নির্ঘণ্ট:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
রথযাত্রা উৎসব:
বাংলা তারিখ: ১৯ আষাঢ় ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ০৪/০৭/২০১৯।
তিথি: দ্বিতীয়া রাত্রি ঘ ১০/৫ মিনিটি (০৩/০৭/২০১৯) থেকে রাত্রি ঘ ০৭/১০ মিনিট পর্যন্ত (০৪/০৭/২০১৯)।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
রথযাত্রা উৎসব:
বাংলা তারিখ: ১৮ আষাঢ় ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ০৪/০৭/২০১৯।
তিথি: দ্বিতীয়া রাত্রি ঘ ১১/১৬ মিনিট (০৩/০৭/২০১৯) থেকে রাত্রি ঘ ০৯/১৩ মিনিট পর্যন্ত (০৪/০৭/২০১৯)।
রথযাত্রার এই দিনটিকে অত্যন্ত পূণ্যবান দিন বলেই মনে করা হয়৷