অশান্তি থামছেই না আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)। মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকেই প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিল এই হাসপাতাল। দীর্ঘদিন বন্ধ ছিল চিকিৎসা পরিষেবা। পরে চিকিৎসকদের প্রতিবাদের পাশাপাশি হাসপাতালের কাজ শুরু হলেও সেভাবে সক্রিয় ছিল না পরিষেবা। তবে মাসখানেক হল সবকিছু স্বাভাবিক হলে আরজি কর হাসপাতাল নতুনভাবে সক্রিয় হতেি শুরু হল নতুন অশান্তি। এবার ডোমেদের অশান্তির জেরে বন্ধ হল আরজি কর হাসপাতালের মর্গ (Morgue)। কবে মর্গের দরজা খুলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর এই কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন মৃতদের পরিবার পরিজনেরা।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার তিন ডোমের মধ্যে তুমুল ঝামেলা হয়। এমনকী হাতাহাতি হয়েছে বলেও জানা গিয়েছে। ভাঙচুড় হয়েছে মর্গের মধ্যে থাকা কম্পিউটার, জিনিসপত্র। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাধ্য হয়ে টালা থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় মর্গের দরজা। আজ সকালে যেসব মৃতের পরিবার মর্গে এসেছিলেন দেহ নিয়ে যাওয়ার জন্য তাঁরা দেখেন মর্গের সমস্ত দরজাই বন্ধ। এছাড়া যাঁদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়, সেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা ছিল। সেগুলিও এখন মর্গে পাঠানো যাচ্ছে না।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এদিন সন্তোষ মল্লিক নামে এক ডোম মদ নিয়ে মর্গে ঢোকে। তবে তাঁকে বাধা দেয় গোপাল মল্লিক ও শম্ভু মল্লিক। গোপাল ও শম্ভু সম্পর্কে দুজনে ভাই। তাঁরা সন্তোষকে বাধা দিতেই শুরু হয় ঝামেলা। এরপর তিন ডোমের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। পরে গোপাল ও শম্ভু হাসপাতালের উপাধ্যক্ষকেও চিঠি লিখে অভিযোগ জানায়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।