প্রতীকী ছবি (Photo Credits: IANS)

শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বর: গত বছর অগাস্টে মাটিগাড়ার জঙ্গলে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়। যে ঘটনা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায়। ২০২৩ সালের ২১ অগাস্ট হওয়া সেই ধর্ষণকাণ্ডে গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাস-কে। একটানা তদন্ত, জেরার পর অভিযুক্ত স্বীকার করে, সেই ছাত্রীটিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে। তারপর ধরা পড়ার ভয়ে খুন করে ছাত্রীটির মুখ সে ইঁট দিয়ে থেঁতলে দেয় যাতে কেউ শনাক্ত করতে না পারে। কিন্তু পুলিশী তদন্তে সে ধরা পড়ে যায়।

এই কাণ্ডে শিলিগুড়ির আদালতের অতিরিক্ত নাগরা দায়রা আদালতে মহম্মদ আব্বাসকে মৃত্যুদণ্ডের সাজা দিল। এক বছর ১৪দিনের মধ্যে এই মামলা নিষ্পতি হল। মৃত্য়ুদণ্ডের পাশাপাশি মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত।

মাটিগাড়ায় ধর্ষণের পর খুন কাণ্ডে ফাঁসির সাজা আদালতের

বিচারক অনিতা মেহেত্রা মাথুরা ফাঁসির সাজা শোনান। পশ্চিমবঙ্গ পুলিশের পেশ করা সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে শিলিগুড়ির আদালত মহম্মদ আব্বাস-কে দোষী সাব্যস্ত করে। পসকো আইনে হওয়া এই মামলায় দুটি কারণে অপরাধীর সাজা হল। প্রথমত সে নাবালিকাকে ধর্ষণ করে, তারপর সে খুন করে। সরকারি পক্ষের আইনজীবী অপরাধীর ফাঁসির পক্ষে জোর সওয়াল করেন। অপরাধীর দু'জন স্ত্রী এবং সন্তান রয়েছে।