Chandrima Bhattacharya (Photo Credits: ANI)

সন্দেশখালিতে (Sandeshkhali) মহিলাদের উপর গণধর্ষণের অভিযোগে তৃণমূল সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছে বিজেপি। এরই মধ্যে হাওড়ায় এক হোটেলে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির কিষাণ মোর্চার নেতা সব্যসাচী ঘোষ। এবার পালটা কেন্দ্রকে নিশানা করল রাজ্য। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিজেপিকে আক্রমণ শানিয়ে বললেন, একদিকে কৃষকদের মারা হচ্ছে আর অন্যদিকে কিষাণ মোর্চার নেতাকেই দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার হতে হচ্ছে।

আরও পড়ুনঃ Narendra Modi in West Bengal: ১ মার্চ রাজ্যে মোদী, হুগলিতে সভা করে ২ মার্চ কৃষ্ণনগরে, সন্দেশখালি কি যাবেন?

এরপরই মোদীর বঙ্গ সফর নিয়ে চন্দ্রিমার তোপ, 'এক সপ্তাহে তিনবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কেন বাংলা তাঁর কাছে এত গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর মুখোমুখি হওয়ার সাহস নেই কারুর। তাই বেআইনি ভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেও ব্যর্থ বিজেপি। মুখ্যমন্ত্রীর দীর্ঘ আন্দোলনের ইতিহাস সকলেরই জানা। তাই একবার নয় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। আর এগুলোই মেনে নিতে পারেন না প্রধানমন্ত্রীর। তাই তো লোকসভা ভোট এখনও ঘোষণাই হল না তার আগেই তিনবার বঙ্গ সফরে আসছেন মোদী'।

দেখুন কী বললেন চন্দ্রিমা ভট্টাচার্য... 

অন্যদিকে শুক্রবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানিয়েছেন, ১ মার্চ নমো আসছেন রাজ্যে। এদিনই হুগলির আরামবাগে সভা করবেন প্রধানমন্ত্রী। পরের দিন ২ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে দ্বিতীয় সভার কর্মসূচি রয়েছে। ৬ মার্চ মোদীর যাওয়ার কথা বারাসাতে। সেখানেই তাঁর পরবর্তী সভার আয়োজন করা হয়েছে।