প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

৩-৪ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে উদ্ধার হল এক নাবালকের নিথর দেহ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি (Raidighi) থানা এলাকার ২৩ নম্বর লাট এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। যদিও পরিবারের মতে, কেউ খুন করেছে তাঁদের ছেলেকে। মৃত নাবালকের নাম ধনঞ্জয় দত্ত, বয়স ১০।

পুকুরে ভেসে ওঠে দেহ

পরিবার সূত্রের খবর, গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল ধনঞ্জয়। গোটা এলাকায়, এমনকী ওই পুকুরে এবং তাঁর আশেপাশে সেদিন থেকে খোঁজা হচ্ছিল, কিন্তু তখন তাঁর খোঁজ পাওয়া যায়নি। তারপরেই পুলিশে মিসিং ডায়েরি করা হয়। তারপর পুলিশও খোঁজাখুজি শুরু করে। অবশেষে শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহ ভাসতে দেখে।

ঘটনার তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ছেলেটির পরিবার ও পুলিশ। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও এটা নিছকই দুর্ঘটনা নাকি খুন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।