গত ২৯ জানুয়ারি জলসাতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ইসলামপুরের (Islampur) এক নাবালিকা। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শনিবার বিহারের পাহাড়কাট্টা থানার নয়াবস্তি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিহার পুলিশ ও ইসলামপুর পুলিশের আধিকারিকরা। দেহটি ময়নাতদন্তের জন্য কিষাণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তে জানা যাচ্ছে, নাবালিকার শরীরে ২১ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
অভিযুক্ত প্রেমিকের খোঁজে জারি তল্লাশি অভিযান
পুলিশসূত্রে খবর উত্তর দিনাজপুরের ইসলামপুর জেলার ইসলামপুর শহরের বাসিন্দা ছিল ওই নাবালিকা। তাঁর স্থানীয় এক যুবকের সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল। মাস দেড়েক আগে এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে চরম বিবাদ হয়েছিল। এমনকী ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর এসে বিবাদ মিটিয়েছিল। পরিবারের অভিযোগ, ওই যুবক ও তাঁর বন্ধুরাই এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাঁদের খোঁজে শুরু করেছে তল্লাশি অভিযান।
বিহারে জলসাতে গিয়ে নিখোঁজ নাবালিকা
জানা যাচ্ছে, গত ২৯ জানুয়ারি বিহারের নয়াবস্তি এলাকায় একটি জলসাতে যাওয়ার জন্য দুপুরের দিকে বেরিয়েছিল নাবালিকা। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। গত ১ ফেব্রুয়ারি ওই জলসাকেন্দ্রের অদূরে একটি ভুট্টাক্ষেত থেকে দেহ উদ্ধার হয় তাঁর। প্রথমে দেহটি দেখতে পান স্থানীয় এক কৃষক। সেই প্রথম পুলিশে জানায়। তারপর ঘটনাস্থলে দুই থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।