ফের ধর্ষণের ঘটনা ঘটল বনগাঁর (Bangaon) গাইঘাটায়। জানা যাচ্ছে, বার্থডে পার্টিতে নিয়ে যাওয়ার নাম করে এক বছর ১৩-এর নাবালিকাকে ধর্ষণ করল স্থানীয় এক যুবক। ঘটনাটি ঘটেছে গত রবিবার। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই তাঁদের মেয়ের ওপর নজর রেখেছিল প্রদীপ ঘরামি নামে ওই যুবক। সম্প্রতি তাঁর থেকে ফোন নম্বরও নেয়। এরপর রবিবারেই তাঁকে ফোন করে এক বন্ধু জন্মদিনের পার্টি যাওয়ার জন্য অনুরোধ করে। এবং সেই বন্ধুটি পরিচিত বলে সে রাজিও হয়ে যায়। অভিযোগ, সন্ধ্যেবেলায় তাঁকে সেখানে নিয়ে গিয়ে জোড় করে মদ খাওয়ায় ওই যুবক।
পুলিশসূত্রে জানা গিয়েছে, নেশাগ্রস্থ অবস্থায় একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে। এবং যখন নাবালিকার হুঁশ ফিরেছে তখন তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আতঙ্কে সে কয়েকদিন মুখ বন্ধ করেই ছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থা সন্দেহজনক হওয়ার বাড়ির লোকেরা তাঁকে জিজ্ঞেস করলে সে সমস্ত কিছু জানায়। তারপরেই স্থানীয় থানায় জানানো হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে বৃহস্পতিবারেই প্রদীপকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, তাঁর বাকি সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।