বর্ষবরণের আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শিলিগুড়িতে (Siliguri)। প্রধান নগরের সেভিং কিংডম অ্যাডভেঞ্চার পার্কে ঘুরতে এসে মৃত্যু ঘটল বছর ১৭-এর এক কিশোরীর। জানা যাচ্ছে, সোমবার জয়রাইডে চাপার কারণে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়রাইডের চাকার ওই কিশোরীর চুল আটকে যাওয়ায় কার্যত মাথার খুলি উপড়ে যায়। আর তাতেই মৃত্যু ঘটে তাঁর। ঘটনার সময় নাবালিকার মা-ও জয়রাইডে তাঁর পাশে ছিলেন। অভিযোগ, ওই রাইডে বিন্দুমাত্র সুরক্ষা ছিল না। এমনকী ঘটনার পর পার্ক কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ।
জানা যাচ্ছে, সোমবার বিহারের আরারিয়া থেকে শিলিগুড়ির ওই অ্যাডভেঞ্চার পার্কে এসেছিল মেয়েটি। সে ছাড়াও তাঁর স্কুলের বাকি সহপাঠী ও অভিভাবকেরা ছিলেন। আসলে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই ট্যুর করানো হয়ছিল। এদিন ওই জয়রাইডে কিশোরীর পাশেই বসেছিলেন তাঁর মা। অভিযোগ, রাইডে পেছনের অংশ উন্মুক্ত ছিল এবং চাকাটিও ছিল খোলা। যে কারণে লম্বা চুল পেঁচিয়ে যায়। এবং মুহূর্তের মধ্যে মাথার খুলি বেরিয়ে আসে।
এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে। পরিবারের অভিযোগ, পার্ক কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্সেরও জোগাড় করে দিতে পারেননি। যে কারণে টোটো করে আহত তরুণীকে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, বছরখানেক আগে এই পার্কেই একটি জয়রাইডে চেপে এক ব্যক্তির মৃত্যু হয়ছিল।