দিনকয়েক আগেই নেশামুক্তি কেন্দ্রে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এক যুবকের। সেই রেশ এখনও কাটেনি, এরমধ্যেই আবারও খবরের শিরোনামে আরও এক নেশামুক্তি কেন্দ্র। এবারেও ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur)। জানা যাচ্ছে, এক নাবালককে বেধে নগ্ন করে মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ওই কেন্দ্রের মালিক ছিল। অভিযুক্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং ওই কেন্দ্রটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আক্রান্ত নাবালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, ৭ নম্বর ওয়ার্ড এলাকায় পুরাতন বাজার এলাকায় শিবুপ্রসাদ সাহা নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নেয় পার্থ চক্রবর্তী নামে এক ব্যক্তি। বিগত ১১ মাস ধরে ওই বাড়িতে নেশামুক্তি কেন্দ্র চালাচ্ছিল ওই ব্যক্তি। তবে ২৬ দিন আগে ১৪ বছরের ওই কিশোর নেশা ছাড়াতে ভর্তি হয়েছিল ওই কেন্দ্রে। অভিযোগ, সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যায় যে ওই কিশোরকে জানলায় গামছা দিয়ে বেধে নগ্ন করে বেধড়ক মারধর করা হচ্ছে।
এই ভিডিয়ো সামনে আসতেই বুধবার ওই কেন্দ্রে হানা দেয় পুলিশ। আর তারপরেই নাবালককে উদ্ধার করা হয়। অন্যদিকে পার্থ চক্রবর্তীকেও গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক নিজের সপক্ষে থানায় ভাড়া সংক্রান্ত সমস্ত নথি জমা দিয়েছেন।