এসআইআর (SIR) বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের বিরোধীতা সত্ত্বেও বিহারে ভোটার তালিকার নিবীড় সংশোধন করেছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে সাড়ে ৩ লক্ষ ভোটারের নাম। কমিশনের তরফে জানানো হয়েছে, এদের মধ্যে অধিকাংশই মৃত বা অন্যত্র চলে গিয়েছে। যদিও বিরোধীদের দাবি, এই এসআইআরের মাধ্যমে একাধিক আসল ভোটারের নামও বাদ গিয়েছে। আর সেই কারণে যাঁদের নাম বাদ গিয়েছে, সেই সমস্ত ভোটারের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীরা।

বাংলায় এসআইআর

এদিকে বিহারে নির্বাচনেোর পর সকলেরক নজর বাংলায়। কারণ আগামী বছরেই এই রাজ্যে বিধনসভা নির্বাচন রয়েছে। ফলে তার আগে এসআইআর নিয়ে এই রাজ্যের আবহাওয়াও গরম হবে। এই ইস্যুতে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন, বিহারে কী হল দেখতেই পাচ্ছেন। লাখো লাখো ভোটারদের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। এটা বাংলা, এখানে কোনও আসল ভোটারের নাম কাটা যাবে না। আমরা কাটতে দেব না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই এসআইআরের ওপর রাখতে। সেটাই আমরা রেখেছি।

দেখুন মানস ভুঁইয়ার মন্তব্য

নজরদারি রাখার বার্তা মুখ্যনন্ত্রীর

মানষ আরও বলেন, আমরা প্রতিটি ব্লকে, প্রতিটি বুথে নজর রেখেছি। সংগঠন আর মজবুত করার বার্তা দিয়েছেন। আমরা ইতিমধ্যেই নজর রাখার কাজ শুরু করে দিয়েছি।