চন্দ্রিমা ভট্টাচার্য (Picture Credits: Facebook)

কলকাতা, ৩১ জানুয়ারি: রবিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। কেন্দ্রের কিষান সন্নিধি যোজনা ও রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “কেন্দ্রের প্রকল্পের সুবিধা পাবেন মুষ্ঠিমেয় কিছু কৃষক পরিবার। কিন্তু রাজ্যের প্রকল্প প্রত্যেক কৃষকের জন্য। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি কৃষকদের পাশে ছিলেন, আছেন আর থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন।”

স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কেন্দ্রের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আয়ুষ্মান ভারতের আগেই বাংলায় স্বাস্থ্যসাথী চালু হয়েছিল। আগেই সাড়ে সাত কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। বর্তমানে আরও আড়াই কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন। মোট ১০ কোটি মানুষ এর আওতায়। এই প্রকল্প বিজেপি সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।” আরও পড়ুন, 'রাজীব বন্দোপাধ্যায় ফেকু; অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে দেখাক অমিত শাহ', বিজেপি নেতাদের বক্তব্যের পাল্টা জবাব তৃণমূল সাংসদ সৌগত রায়ের

আজ প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় বিজেপির যোগদান মেলায় বলেন, ভোটের মুখে স্বাস্থ্যসাথী কার্ড করছে, ভাঁওতাবাজি। এই কার্ড কোনও কাজে লাগবে না, বলে দাবি করেন। পাশাপাশি ভার্চুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে যোগদান করলে তিনি রাজ্য সরকারের আয়ুষ্মান ভারত এবং কিষান সন্নিধি যোজনা আনতে দিচ্ছে না, যার ফলে আম জনতা সুবিধা লাভ থেকে বাদ পড়ছে। মমতা ব্যানার্জি পাপ করছেন বলেন দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এসে প্রথমেই আয়ুষ্মান ভারত চালু করব।' এই বিষয়ে সৌগত রায় জানান, 'রাজ্যবাসীর জন্য স্বাস্থসাথী প্রকল্প ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর আয়ুষ্মান ভারতের দরকার নেই।'