কলকাতা, ৯ এপ্রিল: রাজ্যে থাকা অভিবাসী শ্রমিকদের (Migrant labourers) খেয়াল রাখা হচ্ছে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ মুখ্যমন্ত্রী একটি টুইটে লেখেন, "অন্তত ২ লাখ অভিবাসী শ্রমিক ও আটকে পড়া লোকেদের রাজ্য খেয়াল রাখছে। দেশের ১৬টি রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে আটকে পড়েছেন। তাঁদের রাজ্য জুড়ে ৭১১টি ক্যাম্পে রাখা হয়েছে। রাজ্য সরকার সরাসরি তাঁদের দেখভাল করছে। সঙ্গে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে। ১ এপ্রিল থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত এই ব্যবস্থা চলবে।"
করোনাভাইরাসের (Coronavirus) কারণে দেশজুড়ে লকডাউন (Lokdown) চলছে। লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের জন্য উদ্বিগ্ন মমতা ব্যানার্জিও। ২৬ মার্চ বাংলার শ্রমিকদের খাদ্য়, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার আর্জি জানিয়ে ১৮ রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। আরও পড়ুন: Centre Approves COVID-19 Emergency Package: করোনা মোকাবিলায় রাজ্যগুলির জন্য ১৫০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
১৮ রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে চিঠিতে মমতা লিখেছেন, "করোনা মোকাবিলায় লকডাউনের জেরে বিভিন্ন রাজ্য়ে আটকে পড়েছেন বাংলার শ্রমিকরা।এই পরিস্থিতিতে তাঁরা রাজ্যে ফিরতে পারেননি। প্রায় ৫০-১০০ জন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের সহজেই চিহ্নিত করতে পারবে প্রশাসন। এই মুহূর্তে সাহায্য়ের জন্য় তাঁদের কাছে আমাদের পৌঁছোনো সম্ভব নয়।বাংলার শ্রমিকদের খাদ্য়, বস্ত্র, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্য়বস্থা করতে অনুরোধ করছি। আমাদের রাজ্য়ে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করছি আমরা। এই অবস্থায় শ্রমিকদের সাহায্য়ে জন্য় আমাদের মুখ্য়সচিব আপনাদের রাজ্য়ের মুখ্য়সচিবদের বিস্তারিত চিঠি দেবেন।”