(Photo Credit: Wikimedia Commons)

হোটেল থেকে বেরোলেই পাওয়া যায় সি-বিচ। নির্জন বিচে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো ছিল মন্দারমণির (Mandarmani) স্পেশালিটি। দীঘায় পর্যটকদের ভিড় এড়াতে তাই অনেকেই যান মন্দামণিতে। আর বেশিরভাগ হোটেল মালিকরা এই বলেই পর্যটক টানতো যে তাঁদের হোটেল থেকে বেরোলেই পাওয়া যাবে পার্সোনাল বিচ। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সাম্প্রতিক তম নির্দেশিকা প্রকাশ্যে আসার পর থেকেই সিঁদুরে মেঘ দেখছেন হোটেল মালিকরা। কারণ নির্দেশ অনুযায়ী, বুধবারই  ১৪০টি হোটেলে তৈরি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়ছিল। কিন্তু আপতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে চলল না বুলডোজার।

জানা যাচ্ছে, গত মঙ্গলবারই জেলা প্রশাসনের নির্দেশ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে থাকতে পারে হোটেল অ্যাসোয়িসেশনের সদস্যরাও। সূত্রের খবর, এই নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ অংশীদারদের সঙ্গে কথাও বলেছেন। অন্যদিকে আগামী শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হোটেল কী নির্দেশ আসে, সেই দিকেই তাকিয়ে মন্দারমণির হোটেল কর্তৃপক্ষরা।