
ভরদুপুরে হাবড়ায় (Habra) একটি রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাঁই পুরো দোকান। শনিবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে স্টেশন সংলগ্ন এলাকায়। ফলে জনসাধারণে ভিড়ও ছিল সেই সময়। তবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী ও পুলিশ। তবে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে স্থানীয়রাই। পরে দমকল এসে কাজ শুরু করে। ঘন্টাখানেকের মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ঘণবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।
স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে
জানা যাচ্ছে, এদিন দুপুরের দিকে আচমকাই রেস্তোরাঁর দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন অনেকে। তখন স্থানীয়রাই মই নিয়ে ওপরে ওঠি আগুন নেভানোর কাজ শুরু করে। তবে রেস্তোরাঁয় দাহ্য পদার্থের পরিমাণ বেশ থাকায় সহজে আগুন নিয়ন্ত্রণে আসছিল না। আর সেই কারণেই আরও বড় চেহারা নেয় পরিস্থিতি। এরমধ্যেই চলে আসে দমকল বাহিনী।
হতাহতের কোনও খবর নেই
যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আগুন লাগার আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।