Gold (Photo Credits: Pixabay)

কলকাতাঃ স্বস্তিতে ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীরা। বুধে আরও কমল সোনার দাম। ১ লক্ষের গণ্ডি পার করা সোনা এখন অনেকটাই সস্তায় মিলবে। জেনে নিন বুধবার কলকাতায় আজ সোনার দাম কত।ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী,আজ, ১৪ মে কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৮০৫ টাকা। গতকাল এই দাম ছিল ৮ হাজার ৮৫৫ টাকা। ২২ ক্যারেট বেচতে গেলে দাম পাবেন প্রতি গ্রামে ৮৫২১ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৬০৬ টাকা। গতকাল যার দাম ছিল ৯ হাজার ৬৬০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৩০৫ টাকা। পাশাপাশি ১ কেজি রুপোর দাম ৯৪০৫৫ টাকা।

জানেন কি আজ কতটা সস্তা সোনা? রইল রেট চার্ট

গত কয়েকদিন ধরেই ওঠানামা করছে সোনার দাম। বুধে কেন কমল এতটা? জানা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্কযুদ্ধের উত্তেজনা হ্রাস পেয়েছে। বিনিয়োগকারীরা বুলিয়ন থেকে টাকা সরিয়ে অন্যান্য বিকল্প লগ্নির দিকে ঝুকছেন। যার ফলে নিম্নগামী সোনার দর। আজ, বুধবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম . শতাংশ কমেছে। কমে দর হয়েছে প্রতি আউন্সে ৩২৪৫.১ মার্কিন ডলার। অন্যদিকে আবার বেড়েছে মার্কিন গোল্ড ফিউচারের মূল্য।

 সোনার দামে বড় পতন, আরও সস্তা হল সোনা, জেনে নিন আজকের দর