Promise Of Marriage After Divorce- আগের বিয়ে ভাঙতে ডিভোর্স দেবো, তারপর বিয়ে করব। এমন প্রতিশ্রুতি দিয়ে সহবাস করারকরার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। যা নিয়ে নিম্ন আদালত সেই ব্যক্তিকে দশ লক্ষ টাকা জরিমানা করে। সেই ব্যক্তি কলকাতা হাইকোর্টে গেলে আদালত জানাল, ডিভোর্সের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক প্রতারণা নয়। এমন সম্পর্কে গেলে ঝুঁকি থেকেই যায়, এমনটা বোঝা উচিত মহিলার। হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর বেঞ্চ এই পর্যবেক্ষণে বলেন, যে মহিলা এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছেন, তিনি জানতেন তাঁর অজানা ভবিষ্যতের কথা, তা সত্ত্বেও তিনি সহবাসে সম্মত হয়েছেন। তাই ডিভোর্সের পর বিয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত বিষয় কোনও মতেই প্রতারণা হতে পারে না।
ওই মহিলা তাঁর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই সহবাস করেছিলেন। সেক্ষেত্রে পুরুষটির দিকে অভিযোগের আঙুল তোলা যায় না। এই বিষয়ে একটি মামলায় সদ্য নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই ব্যক্তির একটি মেয়ে আছে। তাঁর আইনজীবীর দাবি সব জেনে শুনে ওই মহিলা অভিযুক্তের সঙ্গে একই আবাসনে সহবাস করছিলেন। আরও পড়ুন- দুটি পরিবারের জন্য সুবিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের
দেখুন টুইট
Promise Of ‘Marriage After Divorce’ By Itself Does Not Amount To Cheating, Victim Consciously Accepted Risk Of Uncertainty: Calcutta High Court Sets Aside Conviction Of Man Accused Of Sexually Exploiting Woman @uditsingh210 #highcourt https://t.co/lvGrdgCKf5
— Live Law (@LiveLawIndia) April 27, 2023
মহিলার বাবা মায়ের সঙ্গেও অভিযুক্তের কথা হয়। তখন, বাবা মাকেও ওই অভিযুক্তের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। তখন ওই বাবা মায়ের সঙ্গে কথা বলে, অভিযুক্ত জানিয়েছেন, যে তিনি ডিভোর্স করার পর তিনি বিয়ে করবেন তিনি। মহিলার সঙ্গে প্রতারণার দায়ে নিম্ন আদালত সেই ব্যক্তিকে ১০ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের এই রায়ের বিরোধিতা করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।