নিউটাউনের (New Town) অন্যতম জনপ্রিয় মল অ্যাক্সিস মল। মানুষজনের ভিড় সবসময় এই মলে লেগেই থাকে। কেউ ঘুনাক্ষরেও কেউ টের পায়নি যে এই মলেই রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। মলের দ্বিতীয় তলায় একটি স্পা সেন্টারে শনিবার তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ১৭ জন মহিলা ও ৭ জন পুরুষকে। সোমবার তাঁদের বারাসত আদালতে তোলা হবে। সূত্রের খবর, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই কাস্টোমার রয়েছেন। যদিও কতদিন ধরে এই ব্যবসা চলছিল ও মল কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত ছিল কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পুলিশসূত্রে খবর, মলের দোতলার একটি বড় অংশ জুড়ে স্পা সেন্টারটি ছিল। সামনে রংবেরঙের বোর্ড লাগিয়ে প্রচার করা হত যে এটা স্পা সেন্টারের। সঙ্গে ছিল নিওন আলোর রোশনাই। সামনে থেকে সাধারণ স্পা সেন্টার মনে হলেও ভেতরে কোনও পুরুষ ঢুকলেই তাঁকে অফার করা হত স্পেশাল সার্ভিসের। আর তারপর আলাদা ঘরেই চলত দেহব্যবসা। পুলিশের কাছে সম্প্রতি এই খবর পৌঁছেছিল। তারপরেই এদিন অভিযানে নামেন তদন্তকারী আধিকারিকরা। তারপরেই গ্রেফতার হল দেহ ব্যবসায় যুক্ত একাধিক পুরুষ, মহিলা ও পুরুষ কাস্টোমার।