কলকাতা: সোমবার কলকাতা বিধানসভায় অধিবেশন শুরু হওয়ার আগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari) অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) ভেতরে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মনোরঞ্জন ব্যাপারী একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সমাজকর্মী এবং রাজনীতিবিদ। বাংলাদেশের বরিশাল জেলার তুরুক-খালিতে নমঃশূদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দেশভাগের সময় তিন বছর বয়সে তাঁর পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে এবং বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণার ঘুটিয়ারী শরিফ সহ বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করেন। দারিদ্র্য, বর্ণবিদ্বেষ, এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁর জীবন গড়ে উঠেছে। আরও পড়ুন: Sukanta Majumdar: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, যৌনকর্মীদের সঙ্গে আইনের তুলনা প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের
তিনি রিকশাচালক, মালবাহক, কুলি, মেথর, নাইট গার্ড সহ নানা কাজ করেছেন। আর্থিক দৈন্যের কারণে তিনি কখনও আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেননি, তবে জেলে থাকাকালীন নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছেন। তিনি ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে সুপ্রভা মজুমদার স্মৃতি পুরস্কার লাভ করেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বলাগড় থেকে বিধায়ক নির্বাচিত হন। মনোরঞ্জন ব্যাপারীর জীবন ও লেখনী বাংলা দলিত সাহিত্যে এক অনন্য অধ্যায়, যা সমাজের পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম ও প্রতিরোধের কথা তুলে ধরে।