Abhishek Banerjee (Photo Credit: ANI)

দিল্লি, ২৪ জুলাই: সংসদে চলছে বর্যাকালীন অধিবেশন। সংসদে বর্ষাকালীন অধিবেশনের হাজির হয়ে মণিপুর (Mnaipur) ইস্যুতে ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস (TMC) । তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মণিপুর থেকে ভিডিয়ো সামনে এসেছে, তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কোনও আলোচনাই করতে চাইছেন না সংসদে। মণিপুর ইস্যুতে আলোচনা না চালিয়ে, সাধারণ মানুষের দৃষ্টি মোদী সরকার অন্যদিকে ঘোরাতে চাইছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে কেন্দ্রে বিজেপির 'ডাবল ইঞ্জিন সরকার একেবারেই অযোগ্য' বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মণিপুরের পরিস্থিতি যদি ভাল হয়, তাহলে সেখানে ইন্টারনেট পরিষেবা বিজেপি সরকার চালু করে দিক বলেও তোপ দাগেন অভিষেক।

আরও পড়ুন: Manipur Violence: মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে অত্যাচার, প্রধানমন্ত্রীর বক্তব্যের আশায় গোটা দেশ, বলল আপ

প্রসঙ্গত ২১ জুলাইয়ের মঞ্চে থেকেও মণিপুর ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের স্লোগান যখন দিচ্ছে, তখন দেশের মেয়েরা জ্বলছে বলে বলে তোপ দাগা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।