Management Student Allegedly Raped in IIM Joka Boys Hostel (Photo Credits: X)

কলকাতা, ১২ জুলাইঃ কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের পর কলকাতার আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা। জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (IIM Joka) ছাত্র হোস্টেলে এক ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নির্যাতিতার অভিযোগ, তাঁকে বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে।

আরও পড়ুনঃ মাঝ আকাশে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল বিমানের দুটি ইঞ্জিন, শেষ মুহূর্তে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ড্রিমলাইনারে কী ঘটেছিল? সামনে এলো রিপোর্ট

কসবার পর এবার IIM জোকা

১১ জুলাই শুক্রবার ধর্ষণের ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা প্রথমে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করতে যান। সেখান থেকে তাঁকে হরিদেবপুর থানায় পাঠানো হয়। কারণ আইআইএম জোকা হরিদেবপুর থানার অন্তর্গত। অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা এবং অভিযুক্ত দুজনেই আইআইএম জোকার পড়ুয়া। নির্যাতিতার অভিযোগ, কাউন্সিলিংয়ের নাম করে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হয়। তা খাওয়ার পর ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়তে শুরু করেন। এরপর যখন তাঁর জ্ঞান ফেরে তিনি তখন হোস্টেলে পড়ে রয়েছেন। তাঁকে বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তরুণী।

এফআইআর-এ নির্যাতিতা আরও জানান, কাউন্সিলিংয়ের নাম করে অভিযুক্ত তাঁকে হোস্টেলে নিয়ে গিয়েছিলেন। বয়েজ হোস্টেলে ঢোকার সময়ে তাঁকে ভিজিটার্স বুকে সই করতে দেওয়া হয়নি। সেখানে গিয়ে তাঁকে পিজ্জা এবং জল খেতে দেওয়া হয়েছিল। ওই জল কিংবা পিজ্জায় কিছু মিশিয়ে তাঁকে আচ্ছন্ন করা হয়েছিল বলেই সন্দেহ করছেন তিনি। নির্যাতিতা আচ্ছন্ন অবস্থাতেও ধর্ষণে বাধা দিয়েছিলেন। বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলেও উল্লেখ করেছেন।