নয়াদিল্লিঃ স্ত্রীকে(Wife) লক্ষ্য করে একের পর এক গুলি(Fire। চাঞ্চল্যকর অভিযোগ স্বামীর(Husband) বিরুদ্ধে। যদিও ইচ্ছাকৃত নয় বলে দাবী স্বামীর। হাসপাতালে স্ত্রী। গত ১২ জানুয়ারি ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটির(Naihati) শিবদাসপুর থানার অন্তর্গত রাজেন্দ্রপুর এলাকায় । জানা গিয়েছে, অভিযুক্ত স্বামীর নাম মহেন্দ্রপ্রতাপ ঘোষ। সিনেমা দেখতে যাওয়া নিয়ে বচসা শুরু হয় ওই দম্পতির মধ্যে। এরপর বচসা চরমে পৌঁছলে স্ত্রী চন্দ্রলেখা ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় মহেন্দ্রপ্রতাপ। রক্তাক্ত অবস্থায় চন্দ্রলেখাকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
নৈহাটিতে নিজের স্ত্রীকে গুলি স্বামীর
হাসপাতাল সূত্রে খবর, আহত মহিলার অবস্থা সঙ্কটজনক। হাত, পা এবং বুকে গুলে লেগেছে তাঁর। অন্যদিকে ইতিমধ্যেই অভিযুক্ত মহেন্দ্রপ্রতাপকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই দম্পতি। মাঝে মধ্যেই তাঁদের মধ্যে বচসা বাঁধত। রবিবারও তাঁদের বাড়ি থেকে চেঁচামেচির শব্দ শোনা যায়। পরে গুলির শব্দ শুনে ছুটে যান প্রতিবেশীরা। বাড়িতে গিয়ে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন চন্দ্রলেখা। এরপর প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান।
স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালাল স্বামী
Kolkata Shocker: Man Claims ‘Accidental Firing’ After Shooting Wife 3 Times Following Argument Over Movie Outing in Naihati, Arrestedhttps://t.co/NTYmfLb5f3#Kolkata #Naihati #Firing
— LatestLY (@latestly) January 14, 2025