Mamata Banerjee's brother Ganesh Banerjee

কলকাতা, ৫ ডিসেম্বর: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় (Ganesh Banerjee)। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা (SSKM Hospital) হয়েছে। ভাইকে দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসক সরোজ মণ্ডল বলেন, "গণেশ বন্দ্যোপাধ্য়ায়ের বুকে ব্যথা হচ্ছিল। পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল।" আরও পড়ুন: Cyclone Jawad: সাইক্লোন জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে রাতে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

কলকাতা পুরসভা নির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে সম্প্রতি প্রচারে নেমেছিলেন গণেশ। এছাডা়ও তৃণমূলের জয় হিন্দ বাহিনীর আহ্বায়ক গণেশবাবু।