কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: দিল্লিতে হিংসা (Delhi voilence) নিয়ে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মঙ্গলবার ভুবনেশ্বরের উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এ ব্যাপারের মধ্যে রাজনীতি আনা ঠিক হবে না। যা চলছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেন চলছে তা জানি না। আমরাও নজর রাখছি।” বুধবার রাজধানীর অরাজক অবস্থা নিয়ে তিন ভাষায় কবিতা লিখলেন দিদি। সেই কবিতার বাংলা ও হিন্দি শিরোনাম ‘নরক।’ আর ইংরেজিতে ‘HELL।’
দিল্লির হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন এটা ‘কোথায় আছি? কোথায় চলেছি? স্বর্গ পেরিয়ে নরকে?" এত মানুষের মৃত্যু, রক্তপাত নিয়ে কালই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এদিন কবিতায় লিখলেন, ‘হোলির আগেই রক্তের হোলি’ খেলা হচ্ছে। নরেন্দ্র মোদির জমানায় গণতন্ত্র মাটিতে লুটোচ্ছে বলে প্রায়ই অভিযোগ করেন তৃণমূলনেত্রী। এদিনের কবিতায় তাঁর কলম থেকে বেরিয়ে এল কড়া শব্দ। লিখলেন, “বন্দুকের নলের তুফানে দেশ, শান্ত দেশ অশান্ত হল, গণতন্ত্র কি তবে শেষ?” কবিতার শেষ স্তবকে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কে দেবে এর উত্তর? আর কি হবে এর সমাধান। তুমি-আমি-নীরব-বধির, নরক হল পীঠস্থান।” দিল্লির বর্তমান অবস্থাকে নরকের সঙ্গে তুলনা করেছেন মমতা ব্যানার্জি। আরও পড়ুন: Mamata Banerjee: "দেশের গণতন্ত্রে হিংসার জায়গা নেই", দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ মমতা ব্যানার্জির
আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠক রয়েছে শুক্রবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ডাকা বৈঠকে যোগ দিতেই ভূবনেশ্বর যাচ্ছেন মমতা। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মমতা বলেন, "দিল্লিতে যা হচ্ছে। যা যথেষ্ট উদ্বেগ এবং চিন্তার বিষয়। সবার কাছেই হিংসার বিষয়টি স্পষ্ট। আমাদের দেশের গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। দেশের সাধারণ মানুষ শান্তি চান। তাই দেশবাসীর কাছে আমার একটাই আর্জি হিংসা নয়, শান্তি বজায় রাখুন।"