Mamata Banerjee: পুরীর মন্দিরে পুজো দিয়ে ভূবনেশ্বরে অমিত শাহের ডাকা বৈঠকে মমতা ব্যানার্জি
Image Source: Tweet/ANI

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: তিনদিনের সফরে ওড়িশাতে মমতা ব্যানার্জি (Mamata Banerjee at Odisha) । বুধবার সারাদিন পুরীতেই থাকবেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) পুজো দিয়ে ভুবনেশ্বরে (Bhubaneswar) অমিত শাহের (Amit Shah) ডাকা বৈঠকে যোগ দেবেন মমতা। শুক্রবার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা। সেখানে থাকবেন অমিত শাহও। সেই বৈঠকের পরই বিজেপির কর্মসূচীতে যোগ দিতে কলকাতায় আসবেন অমিত শাহ।

গত ২৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে ভূবনেশ্বর উড়ে গিয়েছেন মমতা ব্যানার্জি। বছর দু'য়েক আগে পুরীতে ধর্ম-রাজনীতির ভেদাভেদের শিকার হয়েছিলেন মমতা। মুসলিম তোষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কিন্তু উন্নয়নকে হাতিয়ার করে পুরীর ছবিটাই বদলে দিয়েছেন নবীন পট্টনায়ক। রাজনৈতিক হাওয়ার থেকে এখন অনেক দূরে পুরী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গো-হারা হারেন বিজেপির প্রার্থী সম্বিত পাত্র। এখন উন্নয়নকে হাতিয়ার করে শহরের পটচিত্রটাই পাল্টে দিয়েছেন নবীন পট্টনায়ক। আরও পড়ুন:  Kolkata RTI Activist Pranojit Dey: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ, জগদীপ ধনখর কি ভারতের নাগরিক? জানতে চেয়ে RTI আইনে আবেদন সমাজকর্মীর 

আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই উড়ে যান মমতা ভূবনেশ্বের। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মমতা বলেন, "দিল্লিতে যা হচ্ছে। যা যথেষ্ট উদ্বেগ এবং চিন্তার বিষয়। সবার কাছেই হিংসার বিষয়টি স্পষ্ট। আমাদের দেশের গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। দেশের সাধারণ মানুষ শান্তি চান। তাই দেশবাসীর কাছে আমার একটাই আর্জি হিংসা নয়, শান্তি বজায় রাখুন।" শুক্রবার প্রশাসনিক বৈঠক শেষে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে একান্তে কোনও বৈঠকে বসবেন মমতা ব্য়ানার্জি। সেই নিয়েই রাজনৈতিক মহলে এখন জল্পনা তুঙ্গে।