Kolkata RTI Activist Pranojit Dey: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ, জগদীপ ধনখর কি ভারতের নাগরিক? জানতে চেয়ে RTI আইনে আবেদন সমাজকর্মীর
নরেন্দ্র মোদি (Photo Credits: Twitter)

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)ভারতের নাগরিক কিনা তা জানতে সরকারের কাছে আবেদন করলেন এক কলকাতার সমাজকর্মী ও আম আদমি পার্টির পশ্চিমবঙ্গের নেতা প্রাণোজিৎ দে (Pranojit Dey)। তথ্য জানার অধিকার আইনে তিনি এই আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর অফিসেই তিনি এই বিষয়ে জানতে চেয়েছেন।

ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি চিঠি পোস্ট করে প্রাণোজিৎ লিখেছেন, "আরটিআই করে জানতে চেয়েছিলাম মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ, বিপ্লব দেব ইত্যাদিরা নাগরিক কি না। তার প্রাথমিক প্রাপ্তি স্বীকার করে চিঠি এসেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এর শেষ দেখে ছাড়ব। এই প্রশ্নের উত্তর চাই।" প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে তাঁকে জানানো হয়েছে, প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব আপনাকে জানানো হবে। আরও পড়ুন: Delhi Violence: উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষ যেন মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা বেড়ে ২০, আহত ১৮৯

এর আগেও গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের প্রমাণ দেখতে চেয়ে আবেদন জানান এক ব্যক্তি। বিষয়টিকে কেন্দ্র করে শোরগোল পড়ে দেশের রাজনীতিতে। কেরালার ত্রিশূর জেলার চালাকুডি শহরের বাসিন্দা জোশ কাল্লুভিত্তল দেশে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি চালু করার বিরোধী বলে জানা গেছে। তাই এই বিষয়টি নিয়ে দেশজুড়ে সরকার যে নীতি নিতে চাইছে তিনি তার প্রতিবাদেও সামিল হয়েছেন। আর এর মাঝেই আচমকা মাথায় আসে, যে কাগজপত্রের জন্য সবাই চিন্তিত। যা না থাকলে দেশের নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। সেই সংক্রান্ত কাগজ আদৌও প্রধানমন্ত্রীর কাছে আছে কিনা। ১৩ জানুয়ারি চালাকুডি পৌরসভার তথ্য সংক্রান্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন জোশ। তারপর প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজ দেখতে চেয়ে তথ্য জানার আইনের অধীনে আবেদন জমা করেন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগে।