মমতার বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলার শুনানি দিল কলকাতা হাইকোর্ট (ছবিঃFB and Wikimedia)

কলকাতাঃ রাজ্যের দুই হবু বিধায়কের শপথ গ্রহণ নিয়ে অবাঞ্ছিত ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। যাকে কেন্দ্র করে চরমে পৌঁছেছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত। আজ, বুধবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Krishna Rao) বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, এই ঘটনায় রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপাল সম্পর্কে কী-কী মন্তব্য করা হয়েছে, তা ভিডিয়োতে স্পষ্ট, এও জানান আইনজীবী। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন। এই মামলায় যুক্ত করা হয়েছে সংবাদমাধ্যমকে। বিচারপতির নির্দেশে কুণাল ঘোষ ছাড়া এই মামলায় যুক্ত করা হয়েছে দুই জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রায়াত হোসেনকে। আগামীতে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য না করার আর্জি জানিয়েছেন আইনজীবী। শিলিগুড়ি থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেন, "কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হোন তাঁকে ভুগতে হবে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাংবিধানিক সহকর্মী। আমি সেই হিসাবে ওঁকে মর্যাদা দিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ আমি করব। মানহানির মামলা দায়ের করা হয়েছে। বাকিটা আদালত বিচার করবে। "