কলকাতা, ২১ অক্টোবর: 76th Anniversary of Azad Hind Government-আজাদ হিন্দ সরকারের (Azad Hind Government) ৭৬ তম প্রতিষ্ঠা দিবসে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ১৯৪৩ সালের আজকের দিনে (২১ অক্টোবর) সিঙ্গাপুরে (Singapore) স্বাধীন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু (Subhas Chandra Bose)৷ সেই ঐতিহাসিক ঘটনা এবং দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির ভূমিকার কথা স্মরণ করে দিনটি পালন করা হয়। সোমবার মমতা ব্যানার্জি টুইটারে লেখেন, "আজ আজাদ হিন্দ সরকার গঠনের ৭৬তম বর্ষপূর্তি। নেতাজির নেতৃত্বে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিকদের জানাই প্রণাম। জয় হিন্দ। জয় বাংলা।"
গত বছর থেকেই কেন্দ্রীয় সরকার আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করছে। গতবার নতুন দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কেন্দ্রীয় সরকারের তরফে লালকেল্লায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল (Prahlad Singh Patel)। এছাড়াও উপস্থিত থাকবেন নেতাজি সুভাষ আইএনএ ট্রাস্টের সেক্রেটারি (Netaji Subhash Bose INA Trust) সঞ্জয় চৌধুরি ও আজাদ হিন্দ ফৌজের অন্য সদস্যরা। আরও পড়ুন: Maharashtra, Haryana Elections 2019: মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই লম্বা লাইন ভোটকেন্দ্রগুলিতে
১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা প্রেক্ষাগৃহে প্রতিষ্ঠিত হয় আজাদ হিন্দ সরকার। নেতাজি প্ররিষ্ঠিত ওই সরকারকে স্বীকৃতি জানিয়েছিল ইওরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ। শুধু তাই নয় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে এই সরকার ডাকটিকিট এবং কারেন্সি নোট প্রকাশ করে ৷ তখন স্থাপিত হয়েছিল আজাদ হিন্দ ব্যাঙ্ক। বিদেশে দূতাবাসও স্থাপন করে ওই সরকার।