Cyclone Yaas: য়াসের দাপট, ঘূর্ণিঝড় বিধ্বস্ত দিঘা, হিঙ্গলগঞ্জে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৬ মে: য়াসের (Yaas) জেরে গোটা রাজ্য জুড়ে বিপর্যয় নেমে না এলেও, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলর্তী এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ৷ ফলে পূর্ব মেদিনীপুরের ৫১টি বাঁধ ভেঙে যখন গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে, সেই সময় প্রবল বেগে ফুঁসতে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার একাধিক নদীও (River) ৷

পূর্ব মেদিনীপুর ( East Midnapore) এবং দক্ষিণ ২৪ পরগনায় যখন একের পর এক নদী বাধ ভেঙে বিপর্যয় নেমে আসে, সেই সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিপর্যয় মোকাবিলাকারী বাহিনীও (NDRF) মানুষের পাশে দাঁড়ায় ৷

ঘূর্ণিঝড় বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শনে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ৷ প্রথমে ২৮ মে হিঙ্গলগঞ্জ পরিদর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (CM) ৷ হিঙ্গলগঞ্জ থেকে বেরিয়ে ২৯ মে  দিঘায় (Digha) গিয়ে ফের রিভিউ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আরও পড়ুন:  Cyclone Yaas: য়াসের মাঝে দিঘায় ভেসে গেল সংবাদমাধ্যমের গাড়ি, ভয়াবহ অভিজ্ঞতা

য়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে তাঁকে রিপোর্ট জমা দেবেন কর্মীরা ৷ তবে কোন কোনও এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে, তার সম্পূর্ণ হিসেব পেতে ৭২ ঘণ্টা সময় লাগবে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

প্রাথমিকভাবে দুর্যোগ কেটে গলেও, এখনও পর্যন্ত ভয় রয়েছে ৷ বুধবার রাত ৮.৪৫ মিনিট নাগাদ ফের 'টাইড' আসতে পারে ৷ ওই সময় প্রত্যেককে সতর্ক থাকতে হবে ৷ জেলার পাশাপাশি কলকাতার কালীঘাট, চেতলা, রাসবিহারী অঞ্চলে অনেক বস্তি এবং নীচু এলাকা রয়েছে, রাতের অন্ধকারে জল বাড়লে যাতে কোনও ধরনের বিপর্যয় না ঘটে, তার জন্য সতর্ক থাকতে হবে ৷ জল বাড়ার সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে ৷ যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্যই বেশ কিছুটা সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷