কলকাতা, ১৮ মার্চ: নাম না করে আমলার ছেলেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। বুধবার নবান্নে (Nabanna) এক অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, রোগ কারোর আপন নয়। যদি কেউ করোনাভাইরাসে (Coronavirus Outbreak) আক্রান্ত হন। তাহলে তাঁর চিকিৎসা করান। বিদেশ থেকে যারা এদেশে আসছে, তাদেরকে স্বাগত জানালেও রোগকে স্বাগত জানাবে না বাংলা।
প্রসঙ্গত, লন্ডন থেকে কলকাতায় ফেরেন এক যুবক। তিনি বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শরীরে করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে ছেলেটি ১৫ মার্চ আসলেও তার দু'দিন পরে কেন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এদিকে যুবকের পরিচয়ে যা জানা যাচ্ছে, যুবকটির মা আমলা এবং বাবা শহরের বুকের নামজাদা চিকিৎসক। জানা যায়, প্রভাবশালী তকমা খাটিয়ে বিমানবন্দর থেকে সোজা নিজের বাড়িতে চলে যায় যুবক। ছেলে বাড়ি ফেরার ১দিন পর অর্থাৎ ১৬ মার্চ তাঁর মা এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান তাঁকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করার পরই বেলেঘাটা আইডিতে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু কারওর কোনও বারণ না শুনেই হাসপাতাল থেকে সোজা ঘুরতে বেরিয়ে যায় সেই যুবক। তারপর সেখান থেকে দক্ষিণ কলকাতার এক নামজাদা শপিং মলে যায়। শুধু তাই নয়। বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করার পাশাপাশি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়াও করে সে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, ভাইরাস আক্রান্ত যুবকটি কোয়রান্টিনে না গিয়ে কী করে লুকিয়ে এভাবে ঘুরে বেরাল। যেখানে কলকাতাকে এখনও পর্যন্ত করোনামুক্ত শহর বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের অধিকর্তারা। দেশের অন্যান্য অংশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও ওই যুবকটি ছাড়া কলকাতায় এখনও পর্যন্ত করোনা-আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়নি। যদিও বেশ কয়েকজন রয়েছেন নজরদারিতে।
এদিন এই বিষয়টি নিয়েই রাখঢাক না করে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, "আমি বিষয়টি শুনেছি। একটা ঘটনা ঘটেছে। যেটা ঠিক হয়নি।" পাশাপাশি তিনি আরও বলেন, "আগামী দু'সপ্তাহ আমাদের আরও সাবধানে থাকতে হবে। বিদেশ থেকে যারা এদেশে ফিরছেন তাদের সকলকে স্বাগত। তবে রোগকে আমরা আপন করছি না। স্বাস্থ্য দফতরের বেঁধে দেওয়া নিয়ম সকলকে মানতে হবে। আমার পরিবারের কেউ প্রভাবশালী ব্যক্তি রয়েছে বলে আমি নিয়ম মানব না, সেটা হবে না।"