আর কয়েকদিনের মধ্যেই বিহারে ভোটের নির্ঘন্ট প্রকাশ হবে। বিহারে নির্বাচন হয়ে গেলেই বাংলার পালা। ফলে এখনই থেকেই একাধিক ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে যার মধ্যে এসআইআর একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিহারে যেকোনও প্রকারে এসআইআর করিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তবে কোনওভাবেই যে বাংলায় এই এসআইআর হবে না, তা আগে থেকেই কেন্দ্রকে বার্তা দিয়েছে তৃণমূল সরকার। এবার এই নিয়ে আবারও সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ফের কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গতকালই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। শাহকে মিরজাফরের সঙ্গে তুলনা করেছেন তিনি। বৃহস্পতিবারও এসআইআর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "এসআইআরের নামে কেন্দ্র এনআরসি করছে। এরা ভোটার তালিকা থেকে যেমন খুশি নাম মুছে ফেলতে চাইছে। কিন্তু আমরা তা হতে দেব না। কোনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না, এটা আশ্বস্ত করছি। আমি বিজেপিকে সাবধান করছি, আগুন নিয়ে খেল না, তাহলে কিন্তু জনরোষের মুখোমুখি পড়তে হবে"।

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

শাহকে নিশানা করে মমতা আরও বলেন, "আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় বৈঠকে অনেক নাম বাদ দেওয়ার কথা বলেছেন। কিন্তু কে উনি নাম বাদ দেওয়ার? আজ তাঁদের সরকার কেন্দ্রের ক্ষমতায় আছে। কাল নাও থাকতে পারে। যদি আপনি মনে করেন এজেন্সি দিয়ে আমাদের মুখ বন্ধ রাখবেন, তাহলে শুনে রাখুন, আমরা প্রস্তুত রয়েছি। বিহারে ডবল-ইঞ্জিন সরকার রয়েছে, তাই দলের কথা শুনে কমিশন কাজ করছে। কিন্তু এখানে সেটা নেই"।