Mamata Banerjee: ওরা আমার, অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে, বিস্ফোরক দাবি মমতার
Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

বালুরঘাটে লোকসভা নির্বাচনের জনসভায় বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্রে দাঁড়িয়ে মমতা অভিযোগ করলেন, তাঁকে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন পর্যন্ত নেওয়া হতে পারে। বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র-কে জেতানোর আবেদন করে মমতা বলেন, "এই যে ওরা বোমা-টোমা বলছে, আসলে ওরা আমার, অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে। পুলওয়ামায় যেমন করেছিল। আমি এই চক্রান্ত ভাঙবই।"

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে এদিন দিদি বলেন,"কেন্দ্রীয় বাহিনী এনে পথ আটকালে খবর দেবেন পার্টি অফিসে। আমাদের লোক এসে আপনাদের পৌঁছে দেবে বুথে। এই জিনিস কোচবিহারেও হয়েছিল।"বালুরঘাটে দাঁড়িয়ে এনআরসি থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও কটাক্ষ করেন মমতা। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, "সকলকে আমিষ খেতে হবে এমন নয়। দুধ, মাখন, ছানা, সয়াবিন, বার্লি যা-ই খান, কেউ বারণ করেনি। নিরামিষে খরচ বেশি। আমিষে মায়েরা মাছের ঝোল-ভাত করলেই কাজ শেষ। তাই ভারতের ৮০ শতাংশ মানুষ আমিষ খায়। মমতা বললেন, "যাঁরা আমিষ খান, খেতে দিন। তোমরা কে হস্তক্ষেপ করার?"

আগামী শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জের সঙ্গে বালুরঘাটে ভোটগ্রহণ। গতবার অর্পিতা ঘোষকে হারিয়ে চমকে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। মমতা এবার বালুরঘাট ফিরে পেতে মরিয়া। রাজ্য সরকারের উন্নয়নের বিচারে উত্তরববঙ্গে সবচেয়ে বেশী পাওয়া জায়গা বালুরঘাট বলেই দাবি তৃণৃমূল নেতাদের।

সুকান্ত মজুমদারকে হারানোর ডাক দিয়ে মমতা জনসভায় বলেন, "আমাদের লোকেরা বুক চিতিয়ে সংসদে লড়াই করে। আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়। কোনও কথা বলে না। বলে, বাংলায় ১০০ দিনের কাজের টাকা দিয়ো না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, টাকা দিয়ো না, তাঁকে আপনারা ভোট দেবেন? এঁরা বার বার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছে বাংলাকে টাকা দেবেন না।"

বিজেপি-র ৪০০ আসন পার করার দাবিকে উড়িয়ে মমতা বললেন, "বিজেপিকে সরানো হবেই। জয় আসবেই।"মমতা বারবার বলতে থাকেন, 'জয় বাংলা', 'বিজেপি হঠাও'।