Mamata Banerjee Photo Credit: Twitter/ANi

কলকাতা, ৩১ মার্চ: রাম নবমীতে (Ram Navami) হাওড়ায় উত্তেজনা ছড়ানোর বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাম নবমী জন্য গত একমাস যাবৎ প্রস্তুতি শুরু করে বিজেপি। রাম নবমীতে এই ধরনের সংঘর্ষের মাধ্যমে আদানি ইস্য়ুতে যাতে মুখ খুলতে না হয়, সেই পরিকল্পনা করছে বিজেপি। এই মুহূর্তে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্না নিয়ে তিনি ব্যস্ত। তা সত্ত্বেও হাওড়ার ঘটনায় দোষীরা যাতে শাস্তি পায়, সেই ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের পাশাপাশি মানুষ যাতে শান্তি রক্ষা করেন, সে বিষয়ে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: West Bengal: রাম নবমীর পরদিন উত্তেজনা হাওড়ায়

প্রসঙ্গত রাম নবমীর পরদিনও হাওড়ায় উত্তেজনা ছড়ায়। হাওড়া থেকে পাথর ছোড়াছুড়ির খবর মেলে। হাওড়ায় উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।