ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে বুধবার রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি ভেবে আটক করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল শিবিরের। আর এই ঘটনাগুলির প্রতিবাদে বুধবার কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে কেন্দ্রকে নিশানাও করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলায় কথা বলব, ক্ষমতা থাকলে ডিটেনশন ক্যাম্পে পাঠান”। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই মিছিল নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধীরা।

মমতার মিছিল নিয়ে সমালোচনা অধীরের

একদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলননেতা শুভেন্দু অধিকারী। এদিকে কংগ্রেসের পক্ষ থেকেও মমতার মিছিল নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি এদিন বলেন, করোনার সময় যখন ভিনরাজ্য থেকে বাংলায় পরিযায়ী শ্রমিকরা এলেন, কিংবা করোনার পর আবার যখন সেই পরিযায়ী শ্রমিকরাই ভিনরাজ্যে পারি দিলেন, তখন তো তাঁদের নিয়ে উদ্বিগ্ন হননি মুখ্যমন্ত্রী। আজ ভোটের আগে একটা লাড্ডু পেয়েছেন বলে সেটা থেকে লাভ নেওয়ার জন্য এতকিছু করছেন।

দেখুন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য

 

বাংলায় রোহিঙ্গা ইস্যু

প্রসঙ্গত, একদিকে যখন পরিযায়ী শ্রমিক নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই রোহিঙ্গা ইস্যু নিয়ে বুধবারই পাল্টা মিছিল করে বিজেপি। সেখানে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয় যে অবিলম্বে যেন বাংলা নিবীড় ভোটার সংশোধনী প্রক্রিয়া শুরু করে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে হটাতে হবে।