Mamata Banerjee, Abhishek Banerjee, Sudip Banerjee. (Photo Credits:X)

Mamata Banerjee: সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)-কে সরিয়ে এদিন লোকসভায় তৃণমূলের (TMC) নতুন দলনেতা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে। এরপরই লোকসভায় মুখ্য সচেতকের (চিফ হুইপের) পদ থেকে সরে দাঁড়ান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee)। উত্তর কলকাতার বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের আসনে অভিষেককে বসানো নিয়ে এদিন সন্ধ্যায় সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।

কী জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জানালেন,"সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় দলের সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছি। আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের শরীর ভাল নেই, তাঁর চিকিৎসা চলছে। দলের সাংসদরা সর্বসম্মতিক্রমে লোকসভায় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে বেছে নেন। সুদীপ দা সুস্থ হয়ে না আসা পর্যন্ত, অভিষেক বন্দ্য়োপাধ্যায় দলের লোকসভার দায়িত্ব সামলাবেন।"এরপর উত্তর কলকাতায় দলের ৭৬ বছরের বর্ষীয়াণ-অভিজ্ঞ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে মমতা লেখেন, উনি সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা করছি। ওঁর অভিজ্ঞতা ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে গভীর জ্ঞান থেকে আমরা ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনা পাওয়ার আশা করছি।"প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই উত্তর কলকাতার দীর্ঘ দিনের সাংসদ সুদীপ অসুস্থ রয়েছেন।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সে ঘোষণা

 

১৪ বছর ধরে লোকসভায় দলনেতার দায়িত্ব সামলাছিলেন সুদীপ

প্রসঙ্গত, সুদীপের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা করে মমতা তৃণমূলের নতুন যুগের সূচনা করলেন বলে মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল। প্রসঙ্গত, ২০১৪ সালে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-কে প্রার্থী করেন মমতা। এরপর টানা তিনবার বিপুল ব্যবধানে জিতে সাংসদ হন অভিষেক। পিসির পরিচয়ে রাজনীতি শুরু করলেও, নেতৃত্ব গুণে ক্রমশ নিজের ছাপ রেখে দলে সর্বজনগ্রাহ্য হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর, তাঁর জায়গায় ২০১১ সালের জুলাইয়ে লোকসভার দলনেতা করা হয়েছিল উত্তর কলকাতার অভিজ্ঞ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-কে। তারপর থেকে গত ১৪ বছর সুদীপই লোকসভার নিম্নকক্ষে তৃণমূলের দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন।