কলকাতা, ২৩ সেপ্টেম্বর: পুজোর (Durga Puja 2025) আগে কলকাতা (Kolkata Rain) যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, তাতে মাথায় হাত প্রশাসনের। একদিকে প্যান্ডাল বেধে দুর্গা পুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময় অকস্মাৎ বৃষ্টিতে বানভাসী অবস্থা শহর কলকাতা। মধ্য থেকে দক্ষিণ কলকাতার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বেনিয়াপুকুর থেকে কালিকাপুর নেতাজিনগর, কসবা-সহ একাধিক জায়গার পরিস্থিতি খারাপ হচ্ছে। কলকাতার (Mamata Banerjee On Kolkata Rain) রাস্তাগুলি জলে ভাসছে।
দুর্গা পুজোর আগে কলকাতা শহরের জলমগ্ন পরিস্থিতিতে বেশ কিছু জরুরি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর ছুটি যেখানে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা এগিয়ে আনা হয়েছে। ফলে দুর্গা পুজোর ছুটি স্কুল, কলেজে শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর থেকে। বেসরকারি স্কুলগুলিও যাতে এই ২ দিন বন্ধ রাখা হয়, সেই আবেদন জানান মুখ্যমন্ত্রী।
এসবের পাশাপাশি বেসরকারি অফিসগুলি যাতে ওয়ার্ক ফ্রম হোম করে, সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরকারি অফিসের কর্মীরাও এই ২ দিন ধরে ঘরে বসেই কাজ করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Heavy Rainfall Kolkata: দুর্গা পুজোর আগে ভাসছে কলকাতা, দেখুন ম্যাডক্স স্কয়ারের কী পরিস্থিতি
দেখুন মুখ্যমন্ত্রী কী জানালেন জলমগ্ন কলকাতার পরিস্থিতি নিয়ে...
কলকাতার জলমগ্ন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আরও এবার ডিভিসির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, 'ডিভিসি-র একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই প্লাবিত ছিল, নদী, খাল সব টইটম্বুর ছিল। ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার, উত্তরপ্রদেশের প্রচুর জল, সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই । তার ওপরে এল এই হঠাৎ বিপুল বৃষ্টি। আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।'
মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতার পরিস্থিতি ঠিক করতে প্রত্যেকে সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে নবান্নে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। যা সর্বক্ষণের জন্য খোলা থাকছে বলেও জানান তিনি।