উপনির্বাচনের ছয়টি আসনেই ঘাসফুল ফুটেছে। তার মধ্যে পাঁচটি আগে থেকেই তৃণমূলের ছিল। কেবল মাদারিহাট ছিল বিজেপির দখলে। কিন্তু উপনির্বাচনে সেই মাদারিহাটও পদ্মছাড়া করেছে শাসকদল। হাড়োয়া, সিতাই, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট ছয়টি আসনে উপনির্বাচনে ব্যাপক মার্জিনে জয়লাভের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গেলেন বড় মায়ের পুজো দিতে। নৈহাটি (Naihati Bye Elections 2024) আসনেও জিতেছে তৃণমূল। তাই শনিবার রাজ্য বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশের পর আজ মঙ্গলবার নৈহাটির বড় মায়ের (Naihati Boro Ma) দর্শন নিতে ছুটেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো।
উপনির্বাচনের দিন সকালেও নৈহাটির বড় মায়ের (Naihati Boro Ma)কাছে পুজো দিতে এসেছিলেন ওই আসনের তৃণমূল প্রার্থী সনৎ দে। কিন্তু সেদিন পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়েই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। সাধারণের জন্যে মন্দির বন্ধ রাখা হয়েছে, অথচ রাজনীতিকরা অবাধে দর্শন নিচ্ছেন বড় মায়ের, অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্ষুব্ধ জনতা। ভোট শেষ ফলপ্রকাশের পর দেখা গেল নৈহাটির জনত দুহাত ভোরে ভোট দিয়েছেন তৃণমূলপ্রার্থীকেই। প্রায় ৫০ হাজার ভোটের মার্জিনে নৈহাটি বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন তৃণমূলের সনৎ দে।
বড় মায়ের মন্দিরে পুজো মমতার...
#WATCH | West Bengal CM Mamata Banerjee offers prayers at Naihati's Boro Maa Kali temple, in North 24 Parganas pic.twitter.com/5Um9ZBje90
— ANI (@ANI) November 26, 2024
উপনির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্যে নৈহাটির মানুষজনকে ধন্যবাদ জানাতে এবং বড় মায়ের আশীর্বাদ নিতে মঙ্গলবার দুপুরেই মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর নিরাপত্তার জন্যে পুজো সমিতি ট্রাস্টের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।