কলকাতা, ৭ মার্চ: মহিলাদের জন্য বাংলার থেকে সুরক্ষিত জায়গা দেশের অন্যত্র নেই। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নারী দিবসের (International Women's Day) আগে বৃহস্পতিবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
মিছিল শেষে সন্দেশখালি প্রসঙ্গে জনসভা থেকে বলেন, "দেশের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে বিজেপির নেতাদের ভয়ে মহিলারা কিছু বলতে পারে না। কিন্তু বাংলা তেমন জায়গা নয়। এখানের মা বোনেরা প্রতিবাদ করতে জানে। আর এই তেড়েফুঁড়ে উঠে প্রতিবাদ করা আমি পছন্দ করি। কোথাও কোথাও একটা দুটো ঘটনা ঘটে, সব আমাদের জানা থাকে না। ঘটনাগুলি সামনে আসলেই আমরা পদক্ষেপ নিই। তৃণমূল কংগ্রেস কর্মী বলে গ্রেফতার করতে কার্পন্য বোধ করি না"।
#WATCH | West Bengal CM &TMC chairperson Mamata Banerjee addressing TMC Mahila Wing Rally in Kolkata says, "...I challenge BJP and say that Bengal is the only place where women are safe..." pic.twitter.com/PO2DmgkfZ1
— ANI (@ANI) March 7, 2024
অন্যদিকে বিজেপি প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যে বিজেপির কাজ একটাই তৃণমূলের ওপর চাপ দাও, ইডি, সিবিআইকে ব্যবহার করো, তৃণমূল নেতাাদের জেলে ভর। বাংলা নিয়ে বিজেপির এত রাগ কেন? এভাবে ভোটে জেতা যায় না। গতকাল বিজেপির নেতারা বলেছিল, বাংলায় নাকি নারীরা সুরক্ষিত নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশের মধ্যে বাংলা এমন জায়গা যেখানে মহিলারা সুরক্ষিত। এখানে হাথরাস হয় না, রাজস্থান হয় না, মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর মতো ঘটনা ঘটে না"।