কলকাতা, ৪ জুলাই: সম্প্রীতির বার্তা দিয়ে ইসকনের রথযাত্রায় (ISKCON Rath Yatra) হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। গত বারের মত এবারেও ইসকনের রথযাত্রার দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। স্বামী নিখিল জৈনের সঙ্গে রথযাত্রায় উপস্থিত হয়ে সর্ব সাধারণের জন্য সম্প্রীতির বার্তা তুলে ধরলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।
ইসকনের রথযাত্রায় বিশেষ অতিথি হয়ে নুসরত বললেন, নুসরত বলেন, "পশ্চিমবাংলায় এটা হয়। ধর্মের কোনও ভেদাভেদ এখানে হয় না। এটাই এখানকার বৈশিষ্ট্য।"সিঁথিতে চওড়া সিঁদুর , লাল পাড় সবুজ রঙের তাঁতের শাড়ি, হাতে স্বামীর আদ্যক্ষর লেখা নিয়ে লাল চূড়া, গলায় হীরের মঙ্গলসূত্র, কানে ঝুমকায় সেজে রথযাত্রায় অংশ নিলেন নুসরত। আরও পড়ুন- নুসরত ইনস্টায় কী ছবি পোস্ট করলেন (দেখুন ছবিতে)
ইসকনের রথের রশি টেনে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ আর তাঁর পাশে থাকলেন বিশেষ হিসেবে আমন্ত্রিত সাংসদ নুসরত জাহান। দেখুন ইসকনরে রথযাত্রার ভিডিও--
বেলা ১টা ১৫ মিনিট নাগাদ রথযাত্রা শুরু হয়৷ তার আগে বেলা সাড়ে ১২টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করেন। ইসকনের রথযাত্রা এবার ৪৮ বছরে পড়ল।