কলকাতা: ওড়িশার (Odisha) বালাসোরের (Balasor) বাহানাগা বাজারের স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন (three-train accident in Odisha)। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ হতাহত হয়েছেন। দুর্ঘটনা ঘটার পরেই ওড়িশার বালাসোরে ঘটনাস্থলে গিয়ে রাজ্যের তরফে মৃতদের পরিবারকে(families of the victims) পাঁচ লক্ষ টাকা করে অনুদান (ex-gratia amount) ও পরিবারপিছু একজনকে পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সেই প্রতিশ্রুতি মতো কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। ওই অনুষ্ঠানে মৃতদের পরিবারগুলির হাতে অনুদানের চেক ও চাকরির নিয়োগপত্র (job appointment letters) তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।
সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার পেজে এই অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, মৃতদের পরিবারগুলির সদস্যদের হাতে অনুদানের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: CBI Raids in Municipalities: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI হানা
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal CM Mamata Banerjee distributes cheques of ex-gratia amount and job appointment letters to the families of the victims of the three-train accident in Odisha pic.twitter.com/vAaGT6sK6U
— ANI (@ANI) June 7, 2023
এই দুর্ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তথ্য চাপা দেওয়ার চেষ্টা চলছে (suppress facts)। কেন এই দুর্ঘটনা ঘটল আর কীভাবে? সিবিআই (CBI) এই দুর্ঘটনার তদন্তে কী করছে, আপনারা (কেন্দ্র) কী পুলওয়ামা (Pulwama) দেখেননি? ট্রেন দুর্ঘটনার তদন্ত ছেড়ে দিয়ে সিবিআই বিভিন্ন পৌরসভায় দৌড়চ্ছে।"
ভিডিয়োতে শুনুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য
#BalasoreTrainTragedy | Efforts are being made to suppress facts. Why did this incident take place and how? What is CBI doing in this accident, didn't you (Centre) see Pulwama? Rather than investigating the train accident, CBI is going to several Municipalities and urban… pic.twitter.com/mDYvSzSfXP
— ANI (@ANI) June 7, 2023